নাটকের পরিচিত মুখ তন্ময় সোহেল ও মিম চৌধুরী । তারা এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তাদের অভিনীত আরো তিনটি নাটক প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। নাটকগুলো হচ্ছে ‘সম্পর্কের মায়া’, ‘বাপজানের খাবার ঘর’ ও ‘তোতলা জামাই বয়রা বউ’। ‘সম্পর্কের মায়া’ নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন মশিউর রহমান। এই নাটকটি গত ৫ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘বাপজানের খাবার ঘর’ নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হেয়ছে গত ৩ ডিসেম্বর। নাটকটি রচনা করেছেন আমানুল হক হেলাল। নির্মাণ করেছেন এজে নান্টু। ‘তোতলা জামাই বয়রা বউ’ নাটকটি রচনা করেছেন জাভেদ জুলহাস ও নির্মাণ করেছেন প্লাস মিডিয়া টিম। এই নাটকটি প্রচারে এসে গত ১১ ডিসেম্বর। তন্ময় সোহেল বলেন,‘ তিনটি নাটকেরই গল্প খুউব সুন্দর। সম্পর্কের মায়া নাটকটি যেমন ভীষণ আবেগ-এর গল্প অনুরূপভাবে বাপজানের খাবার ঘরটিও তেমনি ভীষণ আবেগের। মিম খুব ভালো একজন অভিনেত্রী। চরিত্রের খুঁটিনাটি স্ক্রিণে তুলে ধরার জন্য দারুণ অভিনয় করেন।’ মিম চৌধুরী বলেন,‘ তিনটি নাটকেরই গল্প সমসাময়িক ঘরানার গল্প থেকে আলাদা। যে কারণে তিনটি নাটকেই অভিনয় করতে আমার সত্যিই ভীষণ ভালোলেগেছে। তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করতে করতে বেশ ভালো বোঝাপড়া হয়েছে। এই তিনটি নাটকও প্রচারে আসার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ^াস আগামীতেও এই দুটি নাটকেরই দর্শকপ্রিয়তা বাড়বে।’
সারাদেশ: সৈয়দপুরে শত্রুমুক্ত হয় ১৮ ডিসেম্বর
সারাদেশ: কলমাকান্দায় লরির ধাক্কায় শিশু নিহত
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ