সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী এবং সমরজিৎ রায় সংগীত জগতের পরিচিত দুটি মুখ। এই প্রথম তাদের দ্বৈত কণ্ঠে মৌলিক গান প্রকাশিত হচ্ছে। ‘যদি অকারণ’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। ভিডিও সম্পাদনায় ছিলেন প্রেম প্রকাশ কর্ণ। গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে আগামীকাল বৃহস্পতিবার। সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী বলেন, সমরজিতের গানের মধ্যে ভীষণ নিষ্ঠা, দক্ষতা এবং শিক্ষার ছাপ আছে যা আমাকে ভীষণভাবে টানে। ওর সঙ্গে আমার দ্বৈত কণ্ঠে গাওয়া ‘যদি অকারণ’ ভারি মিষ্টি, সুন্দর বৈঠকী মেজাজের প্রেমের একটি গান। এটি আমার প্রথম দ্বৈত কণ্ঠের মৌলিক গান যা আপনাদের ভীষণ পছন্দ হবে বলে আশা করছি। সমরজিৎ রায় বলেন, জয়তী দিদি অন্য সবার মতো আমারও ভীষণ পছন্দের একজন শিল্পী। তার কণ্ঠের গান তন্ময় হয়ে শুনতে হয়। শুধু এইটুকুই বলতে পারি যে, দিদি এবং আমার গানের শ্রোতারা ভীষণ সুন্দর একটি আধুনিক বাংলা গান উপহার পেতে চলেছেন।
সারাদেশ: সৈয়দপুরে শত্রুমুক্ত হয় ১৮ ডিসেম্বর
সারাদেশ: কলমাকান্দায় লরির ধাক্কায় শিশু নিহত
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ