image

কলমাকান্দায় লরির ধাক্কায় শিশু নিহত

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বামনগাঁও এলাকায় লরির ধাক্কায় ১০ বছরের শিশু সাব্বির হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটা দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, পাকা ঘর নির্মাণের জন্য বাড়িতে ইট নিয়ে আসার সময় লরিটি পেছনের দিকে ধাক্কা দেয়। এতে সাব্বির হোসেন গুরুতর আহত হন। আহত শিশুকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেখ তালাত মাহমুদ পিন্টু তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির হোসেন বামনগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তার বাবা বর্তমানে দুবাই প্রবাসী।

এ বিষয়ে থানার কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন জানান,আমাদের পুলিশ খবর পেয়ে ঘটনারস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হ’য়েছে, আইনি প্রক্রিয়াধীনধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক-হেলপার আটক

সম্প্রতি