ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় ও বাংলাদেশি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকার অভিযানে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট কয়েকজন বাংলাদেশি নাগরিক আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পাশাপাশি উথলী ও মেদিনীপুর বিওপি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে বাঘাডাঙ্গা বিওপি এলাকায় আটক এক নারী নাগরিককে মানবিক বিবেচনায় জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।