image

সুন্দরগঞ্জে ওরছের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে নিহত ১

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, (গাইবান্ধা) সুন্দরগঞ্জ

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহমদ আলী নামে একজন নিহতের ঘটনা ঘটেছে ।

জানা গেছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের পুত্র আহমদ আলী (৪৫) ও গাইবান্ধা সদর উপজেলার বলদিয়া গ্রামের খলিল উদ্দিনের পুত্র মন মিয়ার সঙ্গে ওরছের খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি চলাকালীন সময়ে মুনমিয়ার লোকজন আকস্মিক ভাবে আহমদ আলী ওপর গিয়ে পড়ে এবং বেধড়ক মারপিট করে এতে ঘটনাস্থলেই আহমদ আলীর মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রিতে মুর্শিদের বাজার নামক স্থানে বাবু মিয়া নামে পীরের মাজারে (মুর্শিদের বাজার নামে পরিচিত) বাৎসরিক ওরছ অনুষ্ঠিত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» শামীম ওসমানের ‘ঘনিষ্ঠ অনুসারী’ ও সাত খুনে দন্ডিত নূর হোসেনর ছোট ভাই গ্রেপ্তার

সম্প্রতি