image

মাধবপুরে বাস-লরির সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও লরির সংঘর্ষে আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বুধবার,(১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি খালি তেলবাহী লরির পেছনে ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের সুপারভাইজার ঢাকা দক্ষিণ সিটির নবাব কাটারা এলাকার সৈয়দ এস এন জামান এর পুত্র সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» শামীম ওসমানের ‘ঘনিষ্ঠ অনুসারী’ ও সাত খুনে দন্ডিত নূর হোসেনর ছোট ভাই গ্রেপ্তার

সম্প্রতি