কলারোয়ায় গরু বহনকারী নসিমনের সাথে ঢাকাগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গরুর মালিক আশারাফ হোসেন গাজী (৫০) নিহত ও নসিমনের চালক আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা -যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত গরুর মালিক মো. আশরাফ হোসেন গাজী সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। পুলিশ জানায়, আশারাফ হোসেন যশোরের সাত মাইল বাজার এলাকা থেকে একটি গরু কিনে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা- যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহনের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নসিমনটি রাস্তার উপর উল্টে গিয়ে গরুর মলিক আশরাফ হোসেন গুরুতর আহত হয়। এ ঘটনায় নছিমনে থাকা গরু ও নসিমন চালকও আহত হয়। গুরুতর আহত গরুর মালিক আশরাফ হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন