১৮ ডিসেম্বর-২০২৫। জয়পুরহাটে বিধবাকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ। জেলার কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের দুর্র্ধষ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এক দুর্বৃত্ত ওই নারীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২০২৫) গভীর রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বিধবার নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী শাহানা বেগম বলেন, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেরে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে পালিয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিধবা ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলেও আমাদের জানিয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন