নীলফামারীর ডিমলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘটিত মারপিটের ঘটনায় গণমাধ্যম কর্মীদের দিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশন করায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে ডিমলা থানায় দায়েরকৃত মামলার বাদিনী নাজমা বেগম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার মালিকানাধীন ২০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী ও জ্ঞাতি বেলাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৮ ডিসেম্বর দুপুরে বেলাল হোসেন (৫০), মুকিল (৪৭), মোকছেদুল (৫২), আল আমিন (২২), তারেক হোসেন (২৫), আরিফ হোসেন (২১) ও আলাল হোসেন সহ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলার সময় আমার শশুর সহির উদ্দিন ও ভাতিজা রশিদুলের মাথায় গুরুতর জখম হয় এবং তাহারা মারাত্মকভাবে আহত হন। এছাড়া আমাকে সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও বেদম মারপিট করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আমি সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আহতদের মধ্যে শশুর সহির উদ্দিন ও ভাতিজা রশিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়।
নাজমা বেগম আরও বলেন, মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে গত ১৫ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে তাতে গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তিকর ও মনগড়া এবং মনগড়া তথ্য তুলে ধরেন । সাংবাদিক সম্মেলনে উত্তাপিত মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়।
তিনি এসব বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন