image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৮

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন-কাওসার সরকার (২২), সুলতান সরকার (৪২), আলতাফ সরকার (৬৫), শামীম সরকার (৩১), সোবাহান (৪৫), সোলাইমন (৪০), মামুন সরকার (২৫) ও ফুয়ারা বেগম (৩৫)। আহতরা সকলেই বিরইল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বুধবার (১৭ ডিসেম্বর) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে আলতাফ সরকার ওই গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান। এসময় পুকুরের মালিকানা দাবিদার সোবাহান বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। হাসপাতালে চিকিৎসাধীন কাওসার সরকার দাবি করেন, আমাদের লিজ নেয়া জমি ও পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়েছেন। অপরপক্ষ সোবাহান অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫২ বছর ধরে আমরা আমাদের দলিলকৃত সম্পত্তি ভোগদখল করছি। কিছুদিন আগে তারা একটি দলিল তৈরি করে মালিকানা দাবি করলে আমরা আদালতের আশ্রয় নেই। মামলার রায় আমাদের পক্ষে আসা সত্ত্বেও তারা জোরপূর্বক মাছ ধরতে আসে। আমরা বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি