image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে আ’লীগ নেতা মোহাম্মদ আলী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে হামলা,ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে (৫৫) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য,খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের মৃত আব্দুল গনি মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইব্রাহীম আলী বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি