মুরগির সংখ্যা ১৮টি, কিন্তু একটি দরিদ্র পরিবারের কাছে এই সংখ্যায় আনেক। এই মুরগিগুলোই ছিল ঐ দুই পরিবারের রঙিন স্বপ্ন ও আয়ের ভরসা। সেই রঙিন স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিনিত হয়েছে। সেই মুরগিকে খাবারের সাথে দেওয়া হয়েছে বিষ।
ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কটকবাড়ি নামক গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাপলা বেগম মৃত মুরগিগুলোকে নিয়ে গিয়ে থানায় একটি মামলা করেছেন। আর এই বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে।
গত ১৩ ডিসেম্বর কিছু বুঝে উঠার আগেই চারটি মুরগি নিথর হয়ে পড়ে। এরপর একে একে ঝরে যায় আরও ১৪টি মুরগির প্রাণ। পরিবার জুড়ে ছড়িয়ে পড়ে এক অসহায় নীরবতা। এ ঘটনায় গত সোমবার বিকালে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূ শাপলা বেগম।
শাপলার জা কানিজ ফাতেমা অভিযোগ করে বলেন, আমার ও শাপলার মিলে প্রায় ১৮টি মুরগিকে বিষ দিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী আনিছুর। তার সঙ্গে জমি নিয়ে নিয়ে বিরোধ ছিলো, কিন্তু তাই বলে বাড়ির উঠোনে বিষ ছিটিয়ে মুরগি মেরে ফেলবে এটা আমরা কথনো কল্পনা করিনি, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযুক্ত আনিছুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মুরগিগুলোকে নিজেরাই মেরে ফেলে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তারা।
ন্যায়বিচারের আশায় ঘটনাটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত জানানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী বলেন, আমরা শুধু মৃত মুরগিগুলো থেকে নমুনা সংগ্রহ করে মুরগিগুলো থানায় হস্থান্তর করেছি। রিপোর্ট এখনো হাতে পাইনি।
বদলগাছী থানার অফিসার ইনটার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, মুরগি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন