image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাগেরহাটে ডেভিলহান্ট অভিযানে ১২ জন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সন্ত্রাস দমনে বর্তমান সরকারের নেয়া অপারেশন ডেভিল হান্ট-২ এর বাগেরহাট জেলায় গত ৪৮ ঘন্টার পুলিশের অভিযানে উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তাঁতী লীগ নেতাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চিতলমারী উপজেলার আ’লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০), মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন (৪৮), শরণখোলা উপজেলা তাতী লীগের সাবেক সভাপতি জিয়াউল তালুকদার (৪৫) ও বাশতলী ইউনিয়ন আমলীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু (৪২)। চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে। সে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন গাজী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে (ডেভিল হান্ট-২য় ফেজ) অভিযান চলামান। এ অভিযানে গত ৪৮ ঘন্টায় মোট ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি