image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোহনপুরে মাটির দাবি জানাতে গিয়ে ভেকুর নিচে চাপা পড়ল প্রতিবাদের কণ্ঠ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

যে হাতে লাঙল ধরার কথা, যে কণ্ঠে মাঠের গান ওঠার কথা সেই জুবায়ের হোসেনের জীবন থেমে গেল ফসলি জমি বাঁচাতে। যে প্রতিবাদ তা কোনো অপরাধ নয়, তা ছিল জীবন রক্ষার আকুতি। কিন্তু সেই আকুতি শুনবার মতো কান ছিল না কারও। কথার তর্ক গড়িয়ে গেল সংঘর্ষে, আর সংঘর্ষের মাঝখানে পড়ে গেল জুবায়ের। ভেকুর চাকার নিচে চাপা পড়ে শুধু তার শরীর নয় চাপা পড়ল এক মায়ের বুকের আলো, এক বাবার শেষ ভরসা, একটি পরিবারের আগামীকাল।

রাতে যখন হাসপাতালের দরজায় চিকিৎসক মৃত্যুর ঘোষণা দিলেন, তখন শুধু একটি নাম নয় মরে গেল বিশ্বাস। বিশ্বাস যে মাঠে নামলে মানুষ নিরাপদ, বিশ্বাস যে প্রতিবাদ করলে ন্যায্যতা মিলবে। সেই বিশ্বাসের ভাঙা শব্দই আগুন হয়ে জ্বলে উঠল ভেকুর গায়ে, কিন্তু আগুনে কি আর ফেরানো যায় প্রাণ?

রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সিভেটর যন্ত্রের (ভেকু) নিচে ফেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় জনতা ভেকুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের একই গ্রামের রফিজের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পালশা গ্রামে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। কৃষিজমি রক্ষায় স্থানীয়দের সঙ্গে জুবায়ের বাঁধা দেয়। এসময় ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে এলাকাবাসীর বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ভেকুর নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে।

এদিকে, খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি