বগুড়ার শেরপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
বিজয় দিবসের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ খান প্রমুখ। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় বিজয় মেলা। মেলায় ১২টি স্টলে স্থানীয় চারু ও কারুশিল্পসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে দিবসটি ঘিরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন