image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গজারিয়ায় বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ার চরবলাকী গ্রামে বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে এক সন্তানের মা রিয়া মনি (২০) নামের এক গৃহবধুর কীটনাশক জাতীয় পদার্থ পাণ করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আত্মহত্যার শিকার রিয়া মনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী (শহীদ নগর) গ্রামের আলী নুর হোসেনের মেয়ে। গত মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার মহসিন মিয়ার বখাটে ছেলে রিয়াদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে রিয়া মনিকে উত্ত্যক্ত করে আসছিলেন। উত্ত্যক্তের হাত থেকে রক্ষা পেতে রিয়া মণিকে একই ইউনিয়নের ভবানীপুর এলাকায় তিন বছর আগে বিয়ে দেওয়া হয়।

বিয়ের পরও রিয়াদ উত্ত্যক্ত বন্ধ করেননি। রিয়া মনির স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এলে তাঁকে আবারও উত্ত্যক্ত করা হতো বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রিয়াদ মিয়ার পরিবারকে জানানো হলে একপর্যায়ে উল্টো রিয়া মনি ও তার পরিবারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

তাকে উত্ত্যক্ত করা ও পরিবারের ওপর হামলা ঘটনায় অপমান সহ্য করতে না পেরে, গত সোমবার সকালে নিজ বসতঘরে কীটনাশক সেবন করে রিয়া মনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে না নিয়ে সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রিয়াদের বাড়িতে গেলে তাদের ঘর তালাবদ্ধ দেখা গেছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। যেহেতু ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার আওতাভুক্ত, তাই তাদের সেখানে মামলা করতে বলা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি