বাংলাদেশ কোস্ট গার্ডের গজারিয়া কেন্দ্রের অভিযানে ৬ হাজার ১৫০ কেজি পরিমান জাটকা মাছের বিশাল চালান জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রাক থেকে উল্লিখিত পরিমান জাটকা জব্দ করে বলে জানা যায়।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ কোস্ট গার্ডের বরাত দিয়ে এই তথ্য সংবাদ কে নিশ্চিত করেন।
সূত্র জানায়, জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
জব্দকৃত মাছ স্হানীয় মাদ্রাসা, এতিম খানা ও দুস্হদের মাঝে বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন