image

রামুতে বিপুল পরিমাণ ভারী অস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলিসহ ৩ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি

সীমান্তে ‘পাচার যোগ্য’ ১৬’শ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ির পার্শবর্তী উপজেলা রামু থানা পুলিশ। তাদেরকে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের চা বাগান রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতের সামান্য আগে একটি মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রমকালে থামার সংকেত দিলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ (তিন) জনকে আটক করে। সুত্র দাবী করছে, ঘটনার দিন কতিপয় ব্যক্তি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ কাছে ‘সরবরাহের উদ্দেশ্যে’ ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিলো। এমন খবরে রামু থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় হোটেল আল মদিনার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে মালামালসহ তাদের আটক করে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন,বান্দরবানের

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউপি’র কম্বুনিয়া এলাকার নুরুল আলমের পুত্র মোঃ শাহজাহান (২৫),একই উপজেলা ও ইউপির আশার তলী এলাকার বদিউজ্জামানের পুত্র মোঃ ইলিয়াছ(১৯), এবং সদরের ঘিলাতলী এলাকার এম এ সামাদের পুত্র আতিকুর রহমান(২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত সূত্রে পুলিশ জানায়, বর্ণিত ‘আসামীরা’ বাউন্ডলি (ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস) মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান আর্মির জন্য মিনি ট্রাক যোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামীরা সহ অজ্ঞাতনামা আসামীগণ জব্দকৃত ভারী অস্ত্রের বাউন্ডলি সশস্ত্র আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রামু থানায় মামলা রুজু করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় পানিভরা গর্তে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

» বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ: সুব্রত বাইনের মেয়ে বিথী

» রংপুরে সারের তীব্র সংকট, কৃষকরা দিশেহারা

» সিলেটে মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

সম্প্রতি