সিলেটের গোলাপগঞ্জে মোটর সাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার রাত ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলো গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১) এবং সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫)। এছাড়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।