image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশী

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বেনাপোল

ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তারা খুলনা, বাগেরহাট, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় আড়াই বছর বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুব্বাই গিয়েছিল। সেখানে বিভিন্ন কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তারা দেশে ফিরে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ভালুকায় গণ পিটুনিতে হিন্দু যুবক নিহত

সম্প্রতি