image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চুনারুঘাটে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্নস্থান তেলিয়াপাড়া থেকে কাঠের গোড়ার বস্তার আড়ালে কাভার্ড ভ্যানের গোপন বাক্সথেকে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকালে চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহলদল গত বুধবার বিকালে ভারতীয় সীমান্তথেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কাঠের গোড়ার বস্তার আড়াল থেকে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের পেছনে একটি গোপন বাক্স তল্লাশি করেও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

‘সারাদেশ’ : আরও খবর

» ভালুকায় গণ পিটুনিতে হিন্দু যুবক নিহত

সম্প্রতি