image
কটিয়াদী (কিশোরগঞ্জ) : ধুনানকারীরা তুলা ছাঁটাই ও লেপ তৈরির কাজে ব্যস্ত

কটিয়াদীতে শীতের আগমনে ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শীতের আসার সাথে সাথে ধুনানকারীদের তুলা ছাঁটাই ও লেপ তৈরির কাজে বেড়েছে কর্মচাঞ্চল্যতা। দিনরাত ব্যস্থ সময় পার করছেন লেপ-তোশক কারিগরেরা। শীত যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে লেপ-তোশকের কদর। সেই সঙ্গে বেড়েছে কারিগরদের কদর।

কেউ কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন। আবার কেউ নতুন তুলা দিয়ে তৈরি করে নিচ্ছে লেপ, তোষক ও বালিশ। তবে বর্তমানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতোই বেড়েছে লেপ-তোশক তৈরির খরচ। তাই এ বছর শীতের গরম কাপড় তৈরিতে আগের চেয়েও বেশি খরচ পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, পৌর শহরের দোকানগুলোতে লেপ, তোশোক, হরেক রকমের তুলা নিয়ে ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বিক্রি শুরু ব্যবসায়ীরা জানান, দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে। পুরো বছরের চেয়ে শীতের এ তিন মাস বেচাকেনা একটু বেশিই হয়। বাকি সময় কাজের চাপ কম থাকে। তাই ক্রেতাদের কাছে বিক্রি করেছেন শীতের গরম কাপড়।গত কয়েক সপ্তাহ থেকেই এই উপজেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। তাই শীত মোকাবিলায় মানুষ আগে ভাগেই লেপ-তোশক তৈরি করা শুরু করেছেন।

লেপ তৈরি করতে আসা নুরুল ইসলাম জানান, প্রতি বছর প্রচণ্ড শীত হয়, তাই আগেভাগেই শীতের জন্য একটি লেপ বানিয়ে নিচ্ছি। গৃহিণী তোহরা বেগম জানান, কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে। তাই মেয়ের জন্য লেপ- তোশক বানাতে এসেছেন তিনি।

কারিগর সুজন ও রাজন জানান, আমরা একটি তোশক লেপ তৈরি করতে ২০০ থেকে ৩০০ টাকা মজুরি নেই। সময় লাগে প্রায় ২ ঘণ্টা। সব কিছুর দাম বেশি তাই খুব একটা পোষানো যায়না।

পৌর শহরের তুলাপট্টির ব্যবসায়ী আবুল হোসেন সহ অন্য কথা ভেবে জিনিসপত্রের গুণগত মান বজায় রেখে বায়না করা কাজের পাশাপাশি রেডিমেড জিনিসও তৈরি করে বিক্রি করছেন তাঁরা।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, লেপ-তোশক বানাতে গার্মেন্টের ঝুট ও কার্পাস তুলা ব্যবহার করতে হয়। একটি সিঙ্গেল লেপ ৭০০ থেকে ৮০০ টাকা, সেমি-ডাবল লেপ ৯০০ থেকে হাজার টাকা এবং ডাবল লেপ তৈরিতে দেড় হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়। এর মধ্যে রয়েছে সুতা, কাপড়, তুলা ও মজুরি ব্যয়। তবে তোশক বানানোর ক্ষেত্রে দাম বেশি পড়ে। তুলার মান, পরিমাণ, নারিকেলের ছোবড়া ও কাপড়ের ওপর নির্ভর করে একেকটি তোশক তৈরির খরচ। সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে এ বছর লেপ-তোশকের নির্মাণ ব্যয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি