আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় দেশের ভিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভ কবেছেন। বিভিন্ন উপজেলা ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।
প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী) জানান, ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমি কে? তুমি কে? হাদী হাদী’ এই স্লোগানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার, তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কুয়াকাটা প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত, আহ্বায়ক মো. মহিন এবং সদস্য সচিব আরিফুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) জানান, রংপুরের গঙ্গাচড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ছাত্র ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার রাত ১২ টায় গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টেই সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছাত্র-জনতা হাদির খুনীদের বিচারের দাবি, আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ শেষে হাদির আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলী।
বিক্ষোভ মিছিলে উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলী, গঙ্গাচড়া পশ্চিম থানা সভাপতি শোয়াইবুর রহমান, উপজেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সংগঠক মোহাইমিনুল ইসলাম আহাদ, আলী আল রাদিত রেশান, সোহান, উপজেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী জাহানুরুর রহমান, জীবন মিয়া, তৈয়ব আলীসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, জয়পুরহাট জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমবেশে বক্তব্য দেন জেলা নাগরিক পাটির (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য নিয়ামুর রহমান নিবির, সংগঠক ফাহিম ফয়সাল রাফি, জেলা ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্য সচিব রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাধন, ক্রিয়া সম্পাদক মাহামুদুর রহমান মিল্টনসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা।
প্রতিনিধি নাটোর জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ জনতা। শুক্রবার বাদ জুম্মা নাটোর কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের ভবানীগঞ্জের মোড়ে ৩৬ জুলাই স্মৃতি সৌধের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা রবিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, রাজু আহমেদ, রাফিউলসহ সহযোদ্ধারা। বক্তব্যে ইসতিয়াক আহমেদ বলেন, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রেসক্রিপশনে চলবেনা। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগনই নিয়ন্ত্রন করবেন। যে সকল খুনি ভারতে অবস্থান করছে তাদের সকলকেই ফিরিয়ে দিয়ে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তিনি।
প্রতিনিধি, পোরশা (নওগাঁ) জানান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার ও ভারতীয় সকল আধিপত্যবাদ বন্ধের দাবীতে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা উপজেলার কপালীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
প্রতিনিধি ফরিদপুর জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। গ্রেপ্তার দ্রুত না করলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
অর্থ-বাণিজ্য: প্রথম নারী এমডি পেল ডিএসই
অর্থ-বাণিজ্য: সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ