নেত্রকোনার মোহনগঞ্জে উদ্যোক্তা আনোয়ার হক টেংগাপাড়া নিজ বাসায় গড়ে তুলেছেন ইয়ার্নস নকশী নামে কুঠির শিল্প। এখানে তিনি তৈরি করছেন বিভিন্ন আকারের নান্দনিক নারিকেল শলাকার নান্দনিক, শৌখিন ঝাঁড়ু। প্রতিটি পরিবারেই এটি একটি ব্যবহার্য সামগ্রী।
হস্তশিল্পী আনোয়ারুল হক অতি নিপুণভাবে তৈরি করছেন রঙ বেরঙের ঝাঁড়ু। সম্প্রতি তার সাথে কথা বলে জানা যায় তিনি নারিকেলের শলাকা দেশের বিভিন্ন অঞ্চল খুলনা,যশোর,বরিশাল থেকে নারিকেলের শলাকা কিনে আনেন। এর পর শলাকাগুলো ভালোভাবে পরিস্কার করে মসৃণ করেন। পরিস্কার,মসৃণ, ও বাঁধাই কাজে তার কারখানায় বিশ, পঁচিশ জন মহিলা কাজ করেন। এখানে তিনি ২৪ ও ৩০ ইঞ্চি সাইজের ঝাড়ু তৈরি করে থাকেন। মূলত তিনি দেশে ঢাকা,দেশের বাইরে ভারত, চায়না, নেদারল্যান্ড ও জার্মানি পাইকারী বিক্রি করছেন বলে জানান। সদ্য সমাপ্ত মোহনগঞ্জে বিজয় মেলায় তিনি তার তৈরি ঝাঁড়ু প্রদর্শন করেন। মেলায় আসা তার ঝাঁড়ুশিল্প অনেকের নজর কাড়ে।
নিজস্ব পুঁজিতে চালু তার এ নান্দনিক কুঠির শিল্প। এমনিতে তিনি প্রতিটি ঝাঁড়ু ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি করছেন। দেড় বছর ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছেন। দিন দিন শৌখিন এ পণ্যটির চাহিদা বাড়ছে বলে উদ্যোক্তা আনোয়ারুল হক জানান।
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
অর্থ-বাণিজ্য: প্রথম নারী এমডি পেল ডিএসই
অর্থ-বাণিজ্য: সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ