নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৪টি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও বিপুল পরিমাণ জ্বালানি তেল, ডিসপেন্সার মেশিন জব্দ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের।
গত বুধবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এবং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত তিনটি মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা পেট্রোল ও অকটেনসহ ব্যবহৃত মিনি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।
জননিরাপত্তা চরম ঝুঁকিতে ফেলায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চারটি দোকানকে মোট ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এসব অবৈধ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআই ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকির এবং বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের প্রতিনিধিরা। এছাড়া নীলফামারী জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স গ্রহণ করে নিরাপদ ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
অর্থ-বাণিজ্য: প্রথম নারী এমডি পেল ডিএসই