image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তাড়াশে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বেড়খালি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ১০ টার দিকে রেড়খালি নির্জন সড়কে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ১০ থেকে ১৫ জনের টাকা লুট করে নেয় ডাকাতরা। ওই সময় এক পথচারীর ফোনে ঘটনা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই সড়কে প্রায়ই গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এতে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। ডাকাতিরোধে রাতে টহল পুলিশ জোরদারের পাশাপাশি ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা প্রয়োজন বলে এলাকাবাসী দাবি করেছেন। পাবনা জেলার চাটমোহর উপজেলার রতনপুর গ্রামের ট্রাক চালক ডাবলু সেখ ডাকাতদের কবলে পড়েছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে ডাকাতরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি