image

চুনারুঘাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রাম(২৫) ওই এলাকার চন্দন রামের পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গেপ্রেরণ করেছে। নিহতের ভগ্নিপতি মেঘনাদ জানান, গত বুধবার থেকে রামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন চাকলাপুঞ্জি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় রামকে দেখতে পেয়ে স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি