নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবারও দেশের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সাফল্য ধরে রেখেছে। ভর্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে চান্স পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী। ফলে প্রতিষ্ঠানের সাফল্যে আনন্দে ভাসছে শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গত ১৪ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৩ জন ছাত্র ও ৩৬ জন ছাত্রী।
কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন। এরমধ্যে এবার ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রকাশিত ফলাফল থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪৯ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।
তিনি আরও জানান, মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি পরীক্ষায় ২০২৫ সালে ৫৩ জন ,২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়াও কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছে।
সৈয়দপুর বিমানবন্দর সড়কের পাশে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৪ সালে। এর আগের নাম ছিল সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম বদল করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ করে। এ কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি