হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, জামালপুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা অবরোধ করে।

শুক্রবার, বিকেলে প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর বিক্ষুব্ধরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা দাড়িয়ে থাকে। অবরোধ চলাকালে এনসিপি নেতা শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের নির্বিঘে্ন দেশ থেকে ভারতে পালিয়ে যেতে দেয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

সম্প্রতি