ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) সারাদিন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধ মানুষ। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করার পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার রাতভর শাহবাগে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি, ডাকসু, ইসলামী ছাত্রশিবিরসহ একাধিক সংগঠন অংশ নিয়েছে। বিক্ষোভের একটি অংশ থেকে অন্তত তিনটি স্থানের নাম পাল্টানোর ঘোষণা ও দাবি এসেছে।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে মিছিল বের হয়। পরে জাতীয় ছাত্রশক্তি একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এ বি জোবায়েরসহ ডাকসুর একাধিক নেতার নেতৃত্বে আরেকটি মিছিল শাহবাগে আসে। একপাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাশে জাতীয় ছাত্রশক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যোগ দেন। পরে অন্যান্য এনসিপি নেতারাও বিক্ষোভে অংশ নেন। অন্যপাশে মেট্রোরেলের ঠিক নিচে শাহবাগের মাঝখানে এবি জুবায়েরের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলীসহ একাধিক সম্পাদক ও হল প্রতিনিধি অবস্থান নেন। এখানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামসহ একাধিক নেতাকর্মী অংশ নেন।
এরপর শাহবাগকে হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়। এমনটি ঘোষণা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আজ শরিফ ওসমান হাদির রক্তের বিনিময়ে শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হল। শাহবাগ এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিত হবে। হাদি চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই, হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। পরে শেষরাতের দিকে শাহবাগে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ। তিনি শেখ মুজিবুর রহমান হলের এখন থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করেন। ইতোমধ্যে হলের পুরাতন ভবনের সামনে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে একটি সাদা-লাল রংয়ের ব্যানার সাঁটানো হয়েছে।
ঝিনাইদহে গায়েবানা জানাজা
শুক্রবার দুপুর আড়াইটায় শহরের পায়রা চত্ত্বরে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলার আমীর এইচএম মোমতাজুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মাগুরায় বিক্ষোভ মিছিল
মাগুরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়েছে। এছাড়া ছাত্র-জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় সরকারি হোসেন শহীদ সোহরার্দী কলেজ চত্বরে গায়েবানা জানাজা শেষে শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মো. হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, এনসিপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাসেল মজুমদার প্রমুখ।
রাজবাড়ীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর সর্বস্তরের জনগণ ও জুলাই বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে শহরের বড় পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে শ্রীপুরের জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও নির্মম ঘটনা। ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও অপরাধ বাড়বে।
মানিকগঞ্জে গায়েবানা
জানাজা, বিক্ষোভ
শুক্রবার দুপুর আড়াইটায় শহরের শহীদ রফিক চত্বরে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল হয়। গায়েবানা জানাজা পরিচালনা করেন মানিকগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন। মিছিলটি শহিদ রফিক চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা দেলওয়ার হোসেন, খেলাফত মজলিস নেতা দেওয়ান তানজিল আহমেদ, এনসিপির মানিকগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুহাম্মদ ওমর ফারুক, রমজান মাহমুদ, মেহেরাব খান, বিপ্লবী মঞ্চের আশিকুর রহমান।
জয়পুরহাটে বিক্ষোভ
শুক্রবার জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে মিছিলে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, ইসলামী ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ। মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নিয়ামুর রহমান নিবির, সমন্বয়ক ফাহিম ফয়সাল রাফি, এনসিপি নেতা বোরহান উদ্দিন।
বান্দরবানে বীর বাহাদুরের বাড়িতে হামলা
বান্দরবানে হাদি হত্যার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর বাসায় অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুরে মহাসড় অবরোধ-বিক্ষোভ
শুক্রবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে যান চলাচল ব্যাহত ও বন্ধ হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। সকালে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করে শত শত ছাত্র-জনতা। একই দাবিতে জুমার নামাজের পর ফের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়া শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় আন্দোলনকারীরা হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মানুষজন এসে মহাসড়কের আন্দোলনে যুক্ত হন। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওই বিক্ষোভ চলছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে ।
চট্টগ্রামে ‘কফিন মিছিল’
হাদি হত্যার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম নগরী। এদিন জুমার নামাজের পর থেকে নগরীর বিভন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্রশিবির। ‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাযের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। যেখানে গেল বছরের জুলাই-আগস্ট মাসের আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ করে। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা মোড়ানো প্রতিকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চাঁদপুরে ডিসির বাসভবন ঘেরাও
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।
যশোরে বিক্ষোভ মিছিল
যশোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের পর শহরের মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয় বলে জানান এনসিপির যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান। মিছিলকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ সহ নানা স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন কসবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ঝালকাঠিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
ওসমান হাদীর নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের কলেজ মোড় গিয়ে শেষ হয়। সেখানে বিকেল ৩টার দিকে অবরোধ শুরু করে ছাত্র-জনতা। মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীরা জানান, ওসমান হাদির হত্যাকারীদের আগামী দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবিরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।
সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে নারী ও শিশুরা এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনটির সভানেত্রী শামীমা বলেন, ‘চব্বিশের জুলাইয়ে যে রক্ত বাংলাদেশ পেলো, ভাবলাম আমাদের নতুন ইতিহাস হলো, নতুন স্বাধীনতা হলো। ইতিহাস তাহলে পাল্টালো। ‘আমাদের আবরার, আমাদের আবু সাঈদ, মুগ্ধ, নাফিস, আনাস-এত রক্তের পরেও বাংলা তুমি পরাধীন। আজকে তুমি আমাদের হাতের রক্ত নিলে তার পরও কি তুমি পবিত্র হওনি কবে বাংলা আমি তোমাকে আমার করে পাবো’
বিক্ষোভে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল যাত্রাবাড়ী ফ্লাইওভার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃতুতে একদল মানুষের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল গতকাল বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার। হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার রাত ১১টার পরে সেখানে বিক্ষোভে নামে ছাত্র-জনতা। যাত্রাবাড়ী চৌরাস্তার চারদিক থেকে বেরিকেড দেয়া হয় এবং মাঝে আগুন ধরিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ও নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, মাল বোঝাই ট্রাক, চট্টগ্রামবন্দর অভিমুখী কন্টেইনার ও কভার্ডভ্যানের দীর্ঘ সারি দেখা গেছে।
চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন
চট্টগ্রামে বিক্ষোভ থেকে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দিয়েছে একদল মানুষ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর ষোলশহর এলাকায় চশমা হিলের মেয়র গলিতে যান বিক্ষুব্ধরা। বাড়িটিতে থাকতেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
হাদির মৃত্যুর খবর আসার পর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সেখান থেকে এক দল লোক গিয়ে চশমা হিলের বাসায় ভাঙচুর চালায়। পরে তারা ভবনের সামনে খালি জায়গায় রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি শেষ করে ফিরে যায়। এর কিছুক্ষণ পর আরেকটি মিছিল নিয়ে লোকজন ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও তারা যায়নি। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা আশপাশের গলিতে ঢুকে পড়ে।