হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ঝিনাইদহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মৃত্যু সংবাদ ঝিনাইদহে পৌঁছানোর পর আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর শহরের দামদো ও হাটখোলা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ছাত্র-জনতা প্রথমে শহরের দামদো এলাকার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি কনক কান্তি দাসের বাসায় হামলা করে। তারা বাসায় ঢুকে আসবাবপত্র বের করে রাস্তার উপর এনে অগ্নিসংযোগ করে। এরপর ছাত্র জনতা হাটখোলা এলাকায় আওয়ামী লীগের পৌর সভাপতি মিজানুর রহমান মাসুমের বাসায় হামলা করে। অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী ও র‌্যাব পৌছে ঘটনাস্থলে আসে ও আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনী টহল দেওয়া শুরু করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি