সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসফের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপাড়ি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ার গুলি ছুঁড়ে। এতে আশিকুর ও মোশাহিদ মারা যান। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
এ ব্যাপারে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম ব লেন, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। এদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
অন্যজনের মরদেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।
তিনি বলেন, সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।
সারাদেশ: কেশবপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সারাদেশ: শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু
সারাদেশ: মোহনগঞ্জে আলু চাষে ব্যস্ত কৃষক