ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ দুপুরে র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ধর্ম নিয়ে কটুক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ ও হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার কাজ করছেন তারা।
র্যাব জানায়, হত্যাকা-ের পর থেকেই হত্যাকা-ে জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। মামলার দেড়শো আসামিকেই গ্রেপ্তারের অভিযান চলছে।
গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার ডুবুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত হন দীপু চন্দ্র দাম নামে পোশাক শ্রমিক। হত্যার পর গাছে ঝুলিয়ে নিহতের শরীতে আগুন ধরিয়ে দিয়েও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় পরদিন অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় পাইওনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকনসহ পিটুনিতে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে র্যাব-১৪। র্যাব জানায়, ধর্ম নিয়ে কটুক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি তারা।
এদিকে এ ঘটনায় আজমল হাসান, শাহীন মিয়া ও নাজমুল নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও ভালুকা থানা পুলিশ।
এ ঘটনায় গতকাল নিহত দিপুর ছোট ভাই অপু দাস অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে ভালুকা থানায় মামলা করে।
সারাদেশ: কেশবপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সারাদেশ: শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু
সারাদেশ: মোহনগঞ্জে আলু চাষে ব্যস্ত কৃষক