নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের খালিশপাড়া ভূইয়া বাড়ির নুর নবীর ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও মো. আজাদ (৩৫) কে গতকাল শুক্রবার সকালে সাহাপুর বাজারের জননী হোটেলের ২য় তলায় করপাড়া চুনি বেপারী বাড়ির মো. হারুন এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৪/৫ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার সাথে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে জহিরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে হারুন ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, জহিরুল ইসলাম এর ছোট ভাই আজাদের সাথে পারিবারিক বিষয় নিয়ে হারুনদের বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে সাহাপুর বাজারে জননী হোটেলের ২য় তলায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে হারুন ও তার সহযোগীরা আজাদকে মারধর করে। এতে জহিরুল ইসলাম এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করে। এ সময় তার সাথে থাকা ব্যবসায়িক কাজের ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এই ব্যাপারে চাটখিল থানার ডিউটি অফিসার এ এস আই শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অর্থ-বাণিজ্য: আগামী বছরও স্বর্ণের দাম বাড়তে পারে