গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আহমদ আলী নামে একজন নিহতের ঘটনায় থানায় মামলা, ৭২ ঘন্টা অতিবাহিত হলেও আসামী গ্রেপ্তার হয়নি।
জানা গেছে , উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের পুত্র আহমদ আলী (৪৫) ও গাইবান্ধা সদর উপজেলার বারো বলদিয়া গ্রামের খলিল উদ্দিনের পুত্র মুন মিয়ার সঙ্গে ওরছের খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আকস্মিক ভাবে আহমদ আলীর উপর ঝাপিয়ে পরে এবং বেধড়ক মারপিট করে এতে ঘটনাস্থলেই আহমদ আলীর মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দিবা গত রাত্রিতে মুর্শিদের বাজার নামক স্থানে বাবু মিয়া নামে পীরের মাজারে (মুর্শিদের বাজার নামে পরিচিত) বাৎসরিক ওরছ অনুষ্ঠিত হয়। ওরছের খিচুড়ি বিতরণ করেন মুন মিয়া। গত বুধবার সকাল ১০ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার সখের বাজারে মুন মিয়ার দোকানে আহমদ আলী উপস্থিত হইয়া রসিকতা বসত মুন মিয়াকে বলেন আমাকেই খালি পোড়া খিচুড়ি দিয়েছো। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় উভয়ের মধ্যে বাক-বিতন্ডা এক পর্যায়ে মুন মিয়ার লোকজন আহমাদ আলী কে বেধরক মারপিট করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন । পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান , নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তবে আসামী গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
অর্থ-বাণিজ্য: আগামী বছরও স্বর্ণের দাম বাড়তে পারে