image

গৌরীপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে গতকাল শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে। তিনি কাউরাট গ্রামের সমশের আলীর পুত্র। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। তিনি জানান, এছাড়াও আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ নেতা বিষমপুরের মৃত সুরুজ আলীর পুত্র আবু সাহেদ (৫৫) ও সহনাটীর লুৎফর রহমানের পুত্র কিলটন মিয়া (৩১)। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় আবু সাহেদ ও কিলটন মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আবু সাঈদ মন্ডলকে শ্যামগঞ্জের বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি