রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) রাজশাহী সীমান্তে থেকে ভারতীয় মাদক আটক করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে গোপন তথ্যের উপর ভিত্তি করে সাহেবনগর বিওপি গোদাগাড়ী থানার হনমন্তনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শত গ্রাম হেরোইন আটক করেছে। এছাড়াও চরমাজারদিয়ার বিওপি দামকুড়া থানার হাজির বাতান এলাকায় গতকাল শুক্রবার দিনগত রাতে অন্য এক অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল BRONCOF-C সিরাপ আটক করেছে। আটককৃত সিরাপ দামকুড়া থানা ও হেরোইন গোদাগাড়ী থানায় পৃথক পৃথক ভাবে জমা দেয়ার কার্যক্রম পক্রিয়াধীন আছে বলে বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন বিষয়টি নিশ্চিত করেন।