পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে শ্রমিকরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গত বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে রাত ৯টায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাজিম উদ্দীন জানান, ট্রেনে কাটায় নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক বয়স ৪৮ বছর। তার মরদেহ উদ্ধারের পর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পিবিআই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের পর তার মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় পরিচয় শনাক্তের পর নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।