image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোহনগঞ্জে আলু চাষে ব্যস্ত কৃষক

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

চলছে রবিশস্য আবাদের মৌসুম। চারদিকে সবুজের সমারোহ। গ্রামের মাঠে মাঠে এখন বিভিন্ন শাকসবজি আবাদের ধুম লেগেছে। বাড়ির আশপাশ সহ অন্যান্য জমিতে জোরেশোরে চলছে আলু, বেগুন, মুলা, ডাটা, শিম, গাজর, মরিচ সহ বিভিন্ন শাকসবজির চাষ। অনেকেই বেশি বেশি জমিতে আলু চাষ করছেন। উপজেলার নাগডরা গ্রামের কৃষক নুরু মিয়া বলেন, আলু এমন একটি শষ্য সাড়া বছরই চাহিদা থাকে। অনেকটা জমিতে আলু চাষ করছি। পরিচর্যা করে যাচ্ছি। লক্ষ্মণ ভালোই। কোন বিঘœ না ঘটলে ভালো ফলনের আশা করছি। গজধার গ্রামের কৃষ্ণ পাল বলেন, এ মৌসুমে উজান ভাটি মিলিয়ে সব জায়গাতেই আলু চাষ হয়ে থাকে। আমিও কয়েক কাঠা জমিতে আলু চাষ করছি। এর মধ্যে মাটি ভেদ করে আলুর চারা অনেকটাই বড় হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে না পেলে ভালো ফলন হবে বলে আশা করছি।

‘সারাদেশ’ : আরও খবর

» কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

» ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষ থেকে সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি