ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক অগ্রাসনবিরোধী জুলাইয়ের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নব্বইরশী মডেল মসজিদ থেকে জুলাই জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্ট্রি চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ জনতা।
এ সময় বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. শাহাদাৎ হোসাইন, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি শফিউল আজম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর মিডিয়া সম্পাদক সুলাইমান আবিদ, ছাত্রদলের সদর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারসহ ফাঁসির দাবি জানান বক্তারা। এর পূর্বে উপজেলা মডেল মসজিদের সামনে সর্বস্তরের জনতার উপস্থিতিতে শহীদ ওসমান হাদীর গায়েবা জানাযা অনুষ্ঠিত হয়।