কুমিল্লার দেবীদ্বারে শিশুদের আগুন নিয়ে খেলতে গিয়ে বসত ঘরে অগ্নিকান্ডে রিক্সাচালক বাবুল মিয়া সর্বশান্ত হয়ে এখন দিশেহারা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার সাইলচর গ্রামের আলমগীর সরকারের বাড়িতে।
স্থানীয়রা জানান, হতদরিদ্র রিক্সা চালক বাবুল মিয়াসহ তার পরিবারের সদস্যরা অসুস্থ্য পুত্র বধুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে আসেন। এ সময় বাবুল মিয়ার নাতী রায়হান(৬) তার বন্ধুদের নিয়ে ঘরের ভেতর মেচলাইটের আগুন দিয়ে কাগজ পুড়িয়ে আগুন পোহাচ্ছিল। হঠাৎ আগুনের শিখা আলনার কাপড়ে লেগে যায়, ততক্ষনে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ঘরের ভেতর থেকে বাচ্চাদের উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করেন। মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল, থানা পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে রিক্সা চালক বাবুল মিয়া সারা জীবনের অর্জনে সাজানো ঘরের আসবাব সামগ্রী, জমানো টাকা, কাপড় চোপরসহ সব পুঁড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ্য বাবুল মিয়া জানান, আমাদের পড়নের কাপড় ছাড়া সম্বল বলতে কিছুই নেই। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ছেলে শাহজালাল বিএ পড়া পর্যন্ত প্রাইভেট পড়িয়ে, বেকারীতে কাজ করে, ইলেক্ট্রিকের কাজ করে অর্থ জমিয়ে ফ্রিজ, টিভি কিছু ফার্নিচার কিনেছিল। সবই আগুনে শেষ করে দিল।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম প্রধান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান দুলক্ষাধিক টাকা হতে পারে।