চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোর চাষীরা বোরো ধানের বীজ তলা তৈরী শুরু করেছে। আগাম বীজ তলার ঘন কুয়াশা ও ঠান্ডার কবল থেকে রক্ষার জন্য তৎপরতা শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ মাঠ পর্যায় কাজ শুরু করেছে। কৃষি বিভাগ বোরো ধানের বাম্পার ফলনর অর্জনের জন্য প্রত্যেক ইউনিয়ানে উপ-সহকারি কৃষি কর্মকতারা চাষীদের দোর গোড়ায় গিয়ে পরামর্শ দিচ্ছে ।
উপজেলা কৃষি বিভাগের সুত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বোর চাষীরা আবহওয়া অনুকুলে থাকার কারনে এবার বীজ তলার কাজ চাষীরা আগে ভাগে শুরু করে দেয়। আবহওয়া অনুকুলে থাকলে বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবারও বোরো ধানের বাম্পার ফলনের জন্য কৃষি বিভাগ মাঠ পর্যায় কাজ শুরু করেছে।
মদনা গ্রামের খালেক বলেন, আগে ভাগে বোরো ধান রোপনের জন্য বীজ তলা তৈরীর কাজ শুরু করি। বীজ তলায় চারা ভাল হয়েছে। উওর চাঁদপুরের আলীম বলেন ,বীজ তলায় বীজ ছিটানোর পরে বীজ তলায় চারা গজিয়েছে।
দামুড়হুদা সদরের বীজ ব্যাবসায়ী আজিজুল হক বলেন , এবার নানা জাতের ধান বীজ মজুদ রয়েছে। বোর চাষীরা আগে ভাগে অনেকে বীজ সংগ্রহ করে বীজ তলা তৈরী করেছে। আবার অনেকে বী তলা তৈরী জন্য জমি প্রস্তুত করতে শুরু করেছে।
উপজেলা কৃষি অতিরিক্ত কৃষি কর্মকতা অভিজিত কুমার বিশ্বাস বলেন, এবার আগে ভাগে বীজ তলা তৈরী হয়েছে । ঘন কুয়াশা দেখা দিলে বীজ তলা রক্ষার জন্য বীজ তলা সন্ধ্যার আগে পলিথিন দিয়ে ঢেকে রাখা ও সকালে বীজ তলার উপর পড়া কুয়াশা দড়ি বা পাট কাঠি দিয়ে টেনে ঝরিয়ে দিলে বীজ তলা কুয়াশার কবল থেকে রক্ষা করা যায় এবং ভাল ফল পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ বীজতলা রক্ষার জন্য চাষীদের এ বিষয়ে করনীয় সম্পকে পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন পদে প্রতিবছর বোরো ধানের বাম্পার ফলনের জন্য কৃষি বিভাগ নানা ধরণের উদ্যেগ গ্রহন করে থাকে। এবারও কৃষি বিভাগ বোরো ধানের বাম্পার ফলনের জন্য মাঠ পর্যায়ে ঘন কুয়াশা ও ঠান্ডার কবল থেকে বীজ তলা রক্ষার জন্য চাষীদেও দ্রুত করনীয় বিষয় এবং বোরো মৌসুম শুরু থেকে চাষীদের সাথে পরামর্শ জন্য কাজ শুরু করেছে। চাষীরা বীজ তলা সংরক্ষনের কাজ সুষ্ঠ ভাবে করলে তাদেরকে চারা সংকটে পড়তে হবে না। এবারও আবহাওয়া অনুকুলে থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে।