মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী তৌফিকুর রহমান সৈকতকে(২৫) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত তৌফিকুর রহমান সৈকত(২৫) তিনটি হত্যাসহ ১৫ টি মামলার আসামী।
সৈকতকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী গজারিয়া থানার হোগলাকান্দি গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সৈকত (২৮)গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে র্যাব-১১। সেখানে বলা হয়, দুর্ধষ সন্ত্রাসী সৈকতকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব -১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে সৈকতকে আটক করে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোগলাকান্দিস্থ আসামির বসতঘর হতে ১ বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, আটক সৈকত চৌদ্দকাহনিয়া গ্রামের জয় সরকার হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার এজহার নামীয় আসামি। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।