কেশবপুরে বেসরকারী সংগঠন সমাধান সমৃদ্ধি কর্মসূচী’র উদ্যোগে দুইদিন ব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত ১৭ ও ১৮ ডিসেম্বর পিকেএসএফ’র সহযোগিতায় সমাধান সমৃদ্ধি কর্মসূচী এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এউপলক্ষে গ্রামীণ খেলাধুলা, শিক্ষার্থীদের একক অভিনয়, ফুটবল, ব্যাডমিন্টন, মেয়েদের সাইকেল প্রতিযোগিতাসহ হরেক রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়। মজিদপুর ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আলাউদ্দীন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা: আনজু মনোয়ারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম রোকেয়া খাতুন, সমাধান সমৃদ্ধি কর্মসূচীন সমন্বয়কারী আশরাফুজ্জামান, ইউপি মেম্বার আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল হাই সিদ্দিকী, শামসুর রহমান প্রমুখ।