image

বেগমগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে পৌর আওয়ামীলীগ নেতাসহ মোট ১১জন গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিীক টিপুকে (৪৮) গতকাল শুক্রবার বিকালে চৌমুহনী শহরের পুর্ববাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে এছাড়াও গত ৪৮ ঘন্টায় বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আরো ১০ জন আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং পুলিশ আইন ৩৪ ধারায় ১ জন রয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ.বারি জানান, গত ৪৮ ঘণ্টায় আমরা পৌর আওয়ামী লীগ নেতাসহ আওয়ামী লীগের সক্রিয় তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছি। এছাড়াও বিভিন্ন মামলায় আরো আটজন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি