মৎস্যজাত বর্জ্যের পুনঃব্যবহার ও এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বাগেরহাটে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে শনিবার সকালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফিশারিজ বয়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রধান গবেষক প্রফেসর ড. এস এম ইসলাম রফিকুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালানায় ছিলেন উক্ত প্রকল্পের সহযোগী গবেষক মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলামসহ ড: মো. আরিফুল ইসলাম, সোয়েবুল ইসলাম সপ্নিল, সহকারী অধ্যাপক শেরে বাংলা কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যায় কৌশিক চক্রবর্তী।
কর্মশালাটির সার্বিক তত্বাধানে উপস্থিত ছিলেন মো. আমিনুর রহমান। প্রশিক্ষণে বাগেরহাট যুব একতা সংস্থার সভাপতি মো. গোলাম মোস্তফা হাওলাদার, সাধারন সম্পাদক রুবেল হাওলাদারসহ বাগেরহাট বাজারে মাছ কাটার সঙ্গে সম্পৃক্ত প্রায় অর্ধশতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।