সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু-কিশোর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার,(২০ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় রায়গঞ্জ উপজেলার ৩৭টি নূরানী মাদ্রাসার প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইকরা নূরানী শিক্ষা পরিবারের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন জানান, পরীক্ষার ফলাফল সাধারণ ও ট্যালেন্ট- এই দুই গ্রেডে প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনর রশীদ পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
এক অভিভাবক বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করছে। আরেক অভিভাবক বলেন, নূরানী শিক্ষার্থীদের জন্য আলাদা করে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
আয়োজকরা জানান, নিয়মিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহিত করা সম্ভব হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।