image
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : নির্মাণাধীন বাড়ি -সংবাদ

গোবিন্দগঞ্জে সংখ্যালঘুর জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিরা ফতেপুর এলাকায় সরেজমিনে গিয়ে কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এছাড়াও জমির অর্ধেক দাম নিতে বলেন, নইলে জমির মালিকানা দাবি ত্যাগ করতে প্রতিনিয়ত জমির মালিকদের হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ২০/২৫ বছর আগে কতিপয় ব্যক্তি সুকৌশলে আমাদের বাপ-দাদার জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। এ ঘটনায় জমির উত্তরাধিকারদের পক্ষে সুমন কুমার চাকী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন - দরবস্ত ইউনিয়নের আখিরা ফতেপুর গ্রামের বাসিন্দা মৃত আজল হকের ছেলে দুদু মিয়া (৫৫), কলিম উদ্দিন (৪৫) ও লুৎফর রহমান (৪০), ইসমাইল হোসেনের ছেলে আজিবর রহমান (৪৫) ও অহেদুল ইসলাম (৪০), মৃত সমেজ উদ্দিনের ছেলে সাজা মিয়া (৫০), সুজা মিয়া (৪৮), শহিদুল ইসলাম (৪৫) ও মমেদুল ইসলাম (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, আখিরা ফতেপুর মৌজায় জেএল নং ১৪৪, আরএস খতিয়ান নং ১২১, সাবেক হাল দাগ নং ৮১৩, ১৭৪৩ হাল দাগে ১৩ শতক জমি স্বর্গীয় সুকুমার চাকীর ছেলে সুমন কুমার চাকী ও সুজন কুমার চাকী এবং সচীন্দ্রনাথ চাকীর ছেলে সন্তোষ কুমার চাকী, সুধীর চন্দ্র চাকী ও সুরেশ চাকীর স্ত্রী রত্না চাকীর পৈত্রিক ও ওয়ারিশ মূলে প্রাপ্ত সম্পত্তি। বিআরএস রেকর্ড দুই সহোদর সুকুমার চাকী ও সচীন্দ্রনাথ চাকীর নামে থাকলেও পূর্বের সিএস ও আরএস খতিয়ান তাদের পিতা শরৎ চন্দ্র চাকীর নাম রয়েছে। ২০/২৫ বছর আগে স্থানীয় কয়েকজন লোক সেই জমি অবৈধভাবে দখল করে। পরবর্তী জমির কাগজপত্র পর্যালোচনা করে তাদের জমির দখল ছাড়তে বললে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট ও প্রাণনাশের ভয়ভীতি দেখায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশের তেমন কিছুই করার থাকেনা। ভুক্তভোগী আদালতে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি