image
মাদারীপুর : সেতুর কাজ বন্ধ থাকায় জনগণের ভোগান্তি -সংবাদ

শিবচরে ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতু নির্মাণ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার খরচে নির্মাণাধীন একটি সেতু ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের হাজারো মানুষ।

মাদারীপুরের শিবচরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা খরচে ৬৬ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ভূমি অধি গ্রহণ জটিলতার কারণে কাজ আটকে থাকায় তিন ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ শেষ করে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাদারীপুর এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন চান্দেরচর খালের উপরে ৬৬ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের একটি সেতুর নির্মাণ কাজ শুরু করে। প্রকল্প অনুযায়ী ২০২৫ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যত নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে শিবচর উপজেলার চান্দেরচর বাজারসহ আশপাশের গ্রামগুলোতে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ভেঙে পড়েছে। সেতুর দুই পাশের এপ্রোচ সড়ক খানাখন্দে ভরে থাকার কারণে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা লেগেই থাকে। এছাড়া কৃষকরা ক্ষেতের ফসল, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

চান্দেরচর বাজারের সিমেন্ট ব্যবসায়ী অমল দে জানান, সেতুটি গত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করলেও ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ঠিকাদার কাজ করা বন্ধ করে দিয়েছে। অপরদিকে সেতুটি নির্মাণে ভূমি জটিলতায় কাজ বন্ধ থাকার আরেকটি কারণ। দ্রুত কাজ সম্পন্ন করে সাধারণ জনগণের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে, এমনটাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এলাকাবাসী জাফর আহমেদ জানান, দ্রুত এই সেতু নির্মাণ হলে শীত মৌসুমের উৎপাদিত তরিতরকারি খুব সহজেই পরিবহনের জন্য এই সেতুর গুরুত্ব অপরিসীম। তাই সেতুটির নির্মাণ কাজ শেষ করে মানুষের চলাচলের উপযোগী করে তোলা হোক।

মাদারীপুর এলজিইডির নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র কীর্ত্তনীয়া জানান, শিবচর উপজেলার চান্দেরচর বাজারের সেতু নির্মাণ কাজে ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। অন্য কোন কারণ আমি আর দেখছি না। তাই জমি অধিগ্রহণের কাজ সমাধান না হলে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের বিল দিয়ে দিলেই সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে। কারণ ঠিকাদারের লোকজন সেতু নির্মাণ কাজ করতে গেলে স্থানীয়রা অধিগ্রহণের অর্থ না পাওয়ায় কাজে বাঁধা দেন। তাই এই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ জানান, অধিগ্রহণ করার আগে সেতুর কাজ শুরু করায় জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেতুটি চালু হলে শিবচর উপজেলার উমেদপুর, ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সমস্যার সমাধান হবে। আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় জমিসংক্রান্ত ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

» কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

» ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষ থেকে সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি