image

ঝিনাইদহে লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষে প্রতি মাসে আয় লাখ টাকা

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম দেখালেন নতুন সম্ভাবনার দিগন্ত। শত শত বৈদ্যুতিক বাল্ব ঝুলিয়ে ভোর পর্যন্ত আলো জ্বালিয়ে রাখেন তার ড্রাগন বাগানে। দূর থেকে দেখলে মনে হয় যেন আলোর কোনো টাওয়ার- কৃষকের স্বপ্নের একটি জীবন্ত লাইট হাউজ। আর এই আলোর নিচেই জন্ম নিচ্ছে নতুন সাফল্যের গল্প।

নজরুল ইসলামের ছয় বিঘা জমির ড্রাগন বাগানে রাতের আলোয় ফুল ও ফলের উৎপাদন বেড়ে গেছে কয়েকগুণ। ফলে প্রতি মাসেই তার আয় হচ্ছে লক্ষাধিক টাকা।

নজরুল ইসলাম বলেন, প্রথমে সাহস ছিল না। পরে চায়না থেকে লাইট এনে এই পদ্ধতি চালু করি। রাতভর আলো থাকলে গাছে ফুল আসে বেশি, ফলও ধরে বেশি। বিদ্যুৎ বিল ও খরচ বাদ দিয়েও এখন ভালো মুনাফা থাকে। এই বাগানই এখন আমার পরিবারের ভরসা।

স্থানীয় কৃষকরাও এই সফলতা দেখে আগ্রহী হচ্ছেন। পাশের গ্রামের কৃষক আবিদুল ইসলাম বলেন, আগে আমরা ভাবতাম ড্রাগন চাষ কঠিন। কিন্তু নজরুল ইসলামের মাঠে রাতের আলোতে যেভাবে ফল ঝুলছেÑ এখন আমরা অনেকেই এই পদ্ধতিতে চাষ করতে আগ্রহী।’

নজরুল ইসলাম বলেন, ‘শুরুর দিকে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করতে হলেও এখন উৎপাদন, বিক্রি ও বাজার চাহিদা মিলিয়ে প্রতি মাসে লাখ টাকার বেশি লাভ হচ্ছে। তার ড্রাগন ফল যাচ্ছে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বড় শহরগুলোতেও।’

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘এই পদ্ধতি বৈজ্ঞানিকভাবেই কার্যকর। রাতে আলো জ্বালিয়ে রাখলে গাছের জৈবিক কার্যক্রম সচল থাকে, ফলে ফুল ঝরে পড়া কমে এবং ফল ধারণ বাড়ে। নজরুলের উদ্যোগ স্থানীয় কৃষকদের সামনে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা দিচ্ছি এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করছি।’

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, বিদ্যুতের স্থায়ী ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে ‘লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ’ ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় জমিসংক্রান্ত ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

» কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

» ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষ থেকে সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি